চতুর্থবারের মতো শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক হলেন সেকেন্ড লেফটেন্যান্ট আবু তালেব


জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ‘শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক’ নির্বাচিত হয়েছেন সেকেন্ড লেফটেন্যান্ট মো. আবু তালেব। তিনি হাটহাজারী সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক এবং বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্ণফুলী রেজিমেন্ট ১১ বিএনসিসি ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার।

রোববার বিকেলে যাচাই-বাছাই শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় তাকে এই স্বীকৃতি দেয়। এ নিয়ে চতুর্থবারের মতো তিনি উপজেলার শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষকের মর্যাদা লাভ করলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মো. আবু তালেব ২০১৬ সালের ২৯ মে হাটহাজারী সরকারি কলেজ প্লাটুনে (সেনা শাখা) প্রফেসর আন্ডার অফিসার (পিইউও) হিসেবে যোগ দেন। এরপর ২০১৭ সালে তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) থেকে সফলভাবে প্রি-কমিশন ট্রেনিং সম্পন্ন করেন।

কাজের স্বীকৃতি হিসেবে তিনি এর আগেও ২০১৬, ২০১৯ ও ২০২২ সালে হাটহাজারী উপজেলার শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।

সবশেষ ২০২৪ সালের ২৩ অক্টোবর রাষ্ট্রপতির আদেশক্রমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. মাহবুবুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সেকেন্ড লেফটেন্যান্ট পদে পদোন্নতি দেওয়া হয়।

মো. আবু তালেব হাটহাজারী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মীরের খিল গ্রামের হাজী মুন্সি মিয়া বাড়ির মো. আবদুল শুক্কুরের জ্যেষ্ঠ সন্তান। আবারও শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।