মাস্টারদা সূর্য সেনের জন্মভিটায় শ্রদ্ধা, রাউজানে নানা আয়োজন


ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা ও বিপ্লবী মহানায়ক মাস্টারদা সূর্য সেনের ৯২তম ফাঁসি দিবস তাঁর জন্মভূমি চট্টগ্রামের রাউজানে গভীর শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে। সোমবার সকালে রাউজানের নোয়াপাড়ায় সূর্য সেনের জন্মভিটায় স্মৃতিসৌধ ও ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

দিবসটি উপলক্ষে মাস্টারদার জন্মভিটায় শ্রদ্ধা নিবেদন করেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের গণসংহতি আন্দোলনের প্রার্থী নাছির উদ্দীন তালুকদার। এ সময় বিজ্ঞান চেতনা পাঠাগারের প্রধান উপদেষ্টা কামরুল ইসলাম বাবু এবং গণসংহতি আন্দোলন চট্টগ্রাম মহানগরের নির্বাহী সমন্বয়কারী মোরশেদ আলম উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন পর্বে অংশ নেন রাউজান প্রেস ক্লাব, মাস্টারদা সূর্য সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ, রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদ ও মাস্টারদা সূর্য সেন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকরা। এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, বর্তমান কার্যকরী পরিষদের সভাপতি প্রদীপ শীল, সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা, সহসভাপতি জয়নাল আবেদীন জুবায়ের, সহসভাপতি কামাল উদ্দিন ও যুগ্ম সম্পাদক শাহাদাৎ হোসেন সাজ্জাদ।

অন্যদিকে রাউজান উপজেলা সদরের মুন্সির ঘাটায় অবস্থিত মাস্টারদা সূর্য সেন কমপ্লেক্স চত্বরে স্থাপিত তাঁর আবক্ষ ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করে রাউজান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট। সংগঠনটির আহ্বায়ক এবং পৌর পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক ত্রিফল চৌধুরীর নেতৃত্বে এই শ্রদ্ধা জানানো হয়।

এ সময় পৌর কমিটির সহসভাপতি তপন চৌধুরী মনু, উপদেষ্টা অরুণ কুমার বিশ্বাস, অর্থ সম্পাদক গোকুল চৌধুরী, উল্লাস ধর, শংকর দে ও সমীর চৌধুরী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৮৯৪ সালের ২২ মার্চ রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে জন্মগ্রহণ করেন এই অগ্নিযুগের বিপ্লবী। তাঁর পৈত্রিক বাস্তুভিটায় ২০০০ সালে প্রতিষ্ঠা করা হয় সূর্য সেন মা ও শিশু কল্যাণ কেন্দ্র। এছাড়া রাউজান সদরের মুন্সির ঘাটায় তাঁর স্মরণে স্মৃতিসৌধ, তোরণ, পাঠাগার ও ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। ১৯৩৪ সালের ১২ জানুয়ারি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এই বিপ্লবীর ফাঁসি কার্যকর করা হয়।