রাউজানে ৩ দিনে ২২ মোটরসাইকেল জব্দ, গিয়াস কাদেরের সাধুবাদ


সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে চট্টগ্রামের রাউজানে লাইসেন্স ও নম্বরবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশ। গত তিন দিনের এই অভিযানে এখন পর্যন্ত ২২টি মোটরসাইকেল জব্দ করে মামলা দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৪ জানুয়ারি) উপজেলার জলিল নগর বাস স্টেশন এলাকায় বিশেষ এ অভিযান চালানো হয়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, “গত তিন দিনে সড়কে অভিযান চালিয়ে প্রায় ২২টি অবৈধ মোটরসাইকেল আটক করা হয়েছে। এসব গাড়ির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।”

জব্দ করা গাড়ির বিষয়ে ওসি জানান, গাড়ির মালিকরা প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করে থানায় জমা দিতে পারলে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই আটক গাড়িগুলো ছেড়ে দেওয়া হবে।

এদিকে পুলিশের এই অভিযানকে ইতিবাচক হিসেবে দেখছেন রাউজান সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। দলীয় নেতাকর্মীদের কাছে পাঠানো এক ভয়েস রেকর্ড বার্তায় তিনি পুলিশকে এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।

জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-ক্রীড়া সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ আলী সুমন বলেন, “সড়কে অবৈধ মোটরসাইকেল আটক ও মামলা দিয়ে পুলিশের কঠোর আইনি পদক্ষেপকে রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গসংগঠনের পক্ষ থেকে স্বাগত জানানো হচ্ছে।”