প্রধান উপদেষ্টাকে প্রাণনাশের হুমকি: জামিনের পর জেলগেটে ফের গ্রেপ্তার ছাত্রলীগ নেতা


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফেসবুক লাইভে এসে প্রাণনাশের হুমকি দেওয়া চট্টগ্রামের বাঁশখালীর ছাত্রলীগ নেতা শেফায়েতুল ইসলাম ইমরানকে জামিনে মুক্তির পর কারাফটক থেকে আবারও আটক করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে কক্সবাজার জেলা কারাগার থেকে বের হওয়ার সময় তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। পরে তাকে একটি মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানো হয়।

এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে কক্সবাজার জেলা কারাগারে থাকা ইমরানের জামিন মঞ্জুর করেন আদালত।

পুলিশ জানায়, ইমরান দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী অপপ্রচার ও উস্কানিমূলক বক্তব্য ছড়িয়ে আসছিলেন। গত বছরের ১৪ জুলাই ‘ইমরান চৌধুরী’ নামের একটি ফেসবুক আইডি থেকে ১ মিনিট ৫৩ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে তাকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকি দিতে শোনা যায়।

ভিডিওতে তিনি বলেছিলেন, “…সময় আসতেছে, সময় বেশি দূরে নয়। খেলা হবে মামা। সময় আসতে দাও, তুমি খেলা শুরু করছো— আমরা শেষ করবো।” ওই ভিডিওতে তিনি এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহকেও হুমকি দিয়েছিলেন।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর তিনি পলাতক ছিলেন। পরে গত বছরের ১২ নভেম্বর কক্সবাজার বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কক্সবাজার সদর থানা পুলিশ। এর আগে ৯ নভেম্বর বাঁশখালীর প্রধান সড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

নেপথ্যে রাজনৈতিক যোগাযোগ

স্থানীয় সূত্রে জানা গেছে, শেফায়েতুল ইসলাম ইমরান বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধুখালী এলাকার রেজাউল করিমের ছেলে। তিনি স্মার্ট গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বিএম কনটেইনার ডিপোতে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। তবে হুমকির ভিডিও ছড়িয়ে পড়ার পর তাকে চাকরিচ্যুত করা হয়।

অভিযোগ রয়েছে, ইমরানের সঙ্গে ভারতে অবস্থানরত সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সরাসরি যোগাযোগ ছিল। সম্প্রতি গোপালগঞ্জে গিয়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার ছবিও তিনি ফেসবুকে শেয়ার করেছিলেন।

বুধবার ভোরে ইমরানকে জেলগেট থেকে আটক করার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি নিজের ভেরিফায়েড পেজে এ নিয়ে স্ট্যাটাস দিয়েছেন।

ফেসবুকে সরব ভাইয়ের প্রতিক্রিয়া

এদিকে ইমরানের বড় ভাই ও ছাত্রলীগ নেতা মো. মিনহাজও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় রয়েছেন। ‘মিনহাজ চৌধুরী’ নামের আইডি থেকে তিনি লিখেছেন, “দীর্ঘ দুই মাস দুই দিন কারাগারে থাকার পর গতকাল জামিন হয়। আজ জেলগেট থেকে বিনা মামলায় ডিবির পুলিশ তাকে আবারও গ্রেপ্তার করে মিথ্যা মামলায় অ্যারেস্ট দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। এই আঁধার কেটে যাবে ইনশাআল্লাহ।”