
চট্টগ্রামের সাতকানিয়ায় রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার সময় যৌথ অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন। এ সময় মাটি কাটায় ব্যবহৃত একটি এক্সকাভেটর অকেজো করে দেওয়া হয়েছে। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বারদোনা এলাকার কুতুবপাড়ায় ‘সেভেন বিএম’ নামের একটি ইটভাটার পার্শ্ববর্তী স্থানে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান।
অভিযান সংশ্লিষ্টরা জানান, একটি চক্র রাতের আঁধারে কৃষি জমির মাটি কাটছে—এমন খবর পেয়ে গভীর রাতে ওই এলাকায় সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আসতে দেখে মাটি কাটার সঙ্গে জড়িতরা এক্সকাভেটরটি ফেলে পালিয়ে যায়। পরে সেনাবাহিনীর সহায়তায় ফেলে যাওয়া ওই ভারী যন্ত্রটি অকেজো করে দেওয়া হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থলে মাটি কাটার আলামত পাওয়া গেছে। জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি, তবে মাটি কাটার কাজে ব্যবহৃত যন্ত্রটি অকেজো করে দেওয়া হয়েছে।”
পরিবেশ ধ্বংস এবং কৃষিজমির ক্ষতি রোধে পাহাড় ও মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, অবৈধভাবে পাহাড় বা কৃষিজমির মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
