
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে কক্সবাজারের চকরিয়া উপজেলায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের খেতাব অর্জন করেছে চকরিয়া কোরক বিদ্যাপীঠ। একইসঙ্গে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. নুরুল আখের মাধ্যমিক বিভাগে উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।
শুধু প্রতিষ্ঠান বা প্রধান শিক্ষকই নন, শিক্ষার্থী ও শ্রেণি শিক্ষকসহ মোট ছয়টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠ।
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকার মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসাগুলোর মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের বাছাই করা হয়। চকরিয়া উপজেলা বাছাই কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ারের অনুমতিক্রমে গত ৮ জানুয়ারি কমিটির সদস্য সচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম এই তালিকা কক্সবাজার জেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে পাঠিয়েছেন।
অনুমোদিত তালিকা অনুযায়ী, চকরিয়া কোরক বিদ্যাপীঠ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং মো. নুরুল আখের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। এছাড়া প্রতিষ্ঠানটির সিনিয়র শিক্ষক আনছারুল করিম শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, তাসরিকা হক তাফরিয়া শ্রেষ্ঠ শিক্ষার্থী, সাদমান জুহাইর সিফাত শ্রেষ্ঠ স্কাউট শিক্ষার্থী এবং তাসরিকা হক তাফরিয়া শ্রেষ্ঠ গার্লস গাইড হিসেবে নির্বাচিত হয়েছেন।
এমন অভাবনীয় সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. নুরুল আখের। তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর চকরিয়া উপজেলা বাছাই কমিটির সভাপতি ইউএনও শাহীন দেলোয়ার ও সদস্য সচিব মো. নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
একইসঙ্গে বিদ্যাপীঠের মানসম্মত লেখাপড়া, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং সামগ্রিক অগ্রগতিতে নিরলস ভূমিকা পালনের জন্য বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী এবং অভিভাবক মহলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের স্বীকৃতি পাওয়া মো. নুরুল আখের।
