চুয়েটে ভর্তি: ৯৩১ আসনের বিপরীতে লড়বেন প্রায় ১৪ হাজার শিক্ষার্থী


চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের পরীক্ষায় মোট ৯৩১টি আসনের বিপরীতে অংশ নিচ্ছেন ১৩ হাজার ৯৪২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে চুয়েট ক্যাম্পাসে সাজ সাজ রব বিরাজ করছে। দেশের বিভিন্ন জেলা থেকে আসা পরীক্ষার্থী ও অভিভাবকদের বরণ করে নিতে নানা উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বিভিন্ন হলের শিক্ষার্থীরা। পরীক্ষার্থীদের সহায়তায় ক্যাম্পাসের অভ্যন্তরে জেলাভিত্তিক স্টল সাজিয়ে প্রস্তুত রয়েছেন চুয়েটের বর্তমান শিক্ষার্থীরা। এছাড়া সড়ক পথে নিরাপত্তা নিশ্চিতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষায় ‘ক’ গ্রুপে ১৩ হাজার ৯২ জন এবং ‘খ’ গ্রুপে ৮৫০ জন শিক্ষার্থী আবেদন করেছেন। মোট পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ১১ হাজার ৮৪ জন এবং ছাত্রী ২ হাজার ৮৫৮ জন।

শনিবার সকাল ১০টায় ‘ক’ গ্রুপের পরীক্ষা শুরু হবে। আর ‘খ’ গ্রুপের মুক্তহস্ত অঙ্কন পরীক্ষা শুরু হবে বেলা পৌনে ১টায়। কর্তৃপক্ষ জানিয়েছে, ‘খ’ গ্রুপের পরীক্ষা শুধুমাত্র চুয়েট কেন্দ্রেই অনুষ্ঠিত হবে।

মোট পরীক্ষার্থীদের মধ্যে চুয়েট ক্যাম্পাসে পরীক্ষা দেবেন ৮ হাজার ৫০০ জন। বাকিদের জন্য নগরীতে দুটি উপকেন্দ্র রাখা হয়েছে। এর মধ্যে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে ১ হাজার ৩৬৫ জন এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে ৪ হাজার ৭৭ জন পরীক্ষার্থী অংশ নেবেন।

উল্লেখ্য, এ বছর চুয়েটে ভর্তির জন্য সাধারণ আসন ৯২০টি এবং উপজাতীদের জন্য সংরক্ষিত ১১টিসহ মোট ৯৩১টি আসন রয়েছে।