রাউজানে এক রাতে বিএডিসির ৩ ট্রান্সফরমার চুরি, সেচ সংকটে শতাধিক কৃষক


চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর এলাকায় কৃষি জমিতে স্থাপিত বিএডিসি সেচ প্রকল্পের তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গভীর রাতে চোরচক্র বৈদ্যুতিক খুঁটির তার কেটে ট্রান্সফরমারের ভেতরের তামার কয়েল ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় শুক্রবার (১৬ জানুয়ারি) রাউজান থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত স্কিম ম্যানেজার ও কৃষক মো. আব্দুল ছাত্তার।

ট্রান্সফরমার চুরির ফলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় চলতি বোরো মৌসুম ও শীতকালীন সবজি আবাদে সেচ কার্যক্রম পুরোপুরি অচল হয়ে পড়েছে। এতে চরম বিপাকে পড়েছেন ওই এলাকার শতাধিক কৃষক। সঠিক সময়ে জমিতে পানি দিতে না পারলে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন তারা।

অভিযোগকারী কৃষক মো. আব্দুল ছাত্তার জানান, কদলপুর মোয়াফের বিল এলাকায় চাষাবাদের সুবিধার্থে বিএডিসি থেকে সরকারি সহযোগিতায় স্কিম পাম্প ও ট্রান্সফরমার সরবরাহ করা হয়। বৃহস্পতিবার গভীর রাতে তার পরিচালনাধীন সেচ প্রকল্পের ট্রান্সফরমার ভেঙে ভেতরের তামার কয়েল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে বিএডিসি কর্তৃপক্ষকে জানান এবং পরে থানায় অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে রাউজান বিএডিসির ইঞ্জিনিয়ার মো. সাইফুল জানান, চুরির খবর পেয়ে তিনি শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি বিএডিসি প্রকল্পের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তবে চুরি হওয়া মালামাল উদ্ধারের জন্য তিনি ম্যানেজার মো. আব্দুল ছাত্তারকে চেষ্টা চালানোর পরামর্শ দিয়েছেন বলে জানান। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সময়ে কীভাবে পুনরায় সংযোগ দেওয়া যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।