‘তরুণদের হাত ধরেই এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ’


চট্টগ্রামের পটিয়ায় ‘দেশ গড়ার পরিকল্পনায়’ শীর্ষক জাতীয়তাবাদী ছাত্রদলের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় পটিয়া পৌর সদরের একটি পার্টি সেন্টারে এই কর্মশালার আয়োজন করা হয়।

পটিয়া উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া আসনে ধানের শীষের প্রার্থী এনামুল হক এনাম।

প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক এনাম বলেন, আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ। তরুণদের হাত ধরেই এই দেশ এগিয়ে যাবে। আগামী দিনে ছাত্রদলকে নতুন নতুন আইডিয়া বা ধারণা বিনিময়ের মাধ্যমে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।

দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম নয়নের সভাপতিত্বে এবং জেলা ছাত্রদলের সদস্য মো. রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদুল আলম।

কর্মশালায় কেন্দ্রীয় ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত ছাত্রনেতারা অংশ নেন। এতে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ খালেক, বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আশফাক হোসাইন রাব্বি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহসভাপতি সাখাওয়াত হোসেন (মাইল), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদুল হাসান (মাহমুদ), ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের মো. শোরাইফুল ও ইসলাম বোপ্পী।

কর্মশালায় বক্তারা বলেন, আগামী দিনে দলকে আরও বেগবান করতে হলে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। নেতাকর্মীদের আদর্শিকভাবে প্রস্তুত হয়ে দেশ গড়ার কাজে ভূমিকা রাখতে হবে।