
চট্টগ্রামের বোয়ালখালীতে আওয়ামী লীগের এক নেতার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শুক্রবার (১৬ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের বেংগুরা এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তাররা হলেন—ওই এলাকার মৃত আবুল বশরের ছেলে সাইফুল ইসলাম (৫৬) ও সালাহউদ্দিন রুমি (৫১)। তারা সারোয়াতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলাল হোসেনের ভাই। বেলাল হোসেনের বাড়িতেই এই অভিযান চালানো হয়।
যৌথ বাহিনী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার সালাহউদ্দিন রুমি উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাইফুল ইসলাম বাপ্পী উপজেলা যুবলীগের শ্রম বিষয়ক সম্পাদক পদে ছিলেন।
অভিযানের বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বোয়ালখালী আর্মি ক্যাম্প কমান্ডার মেজর মো. রাসেল প্রধান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের নির্দেশনায় বোয়ালখালী আর্মি ক্যাম্পের একটি দল বেলাল হোসেনের বাড়িতে অভিযান চালায়। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সাইফুল ও রুমি পুকুরে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন, তবে তারা ব্যর্থ হন এবং যৌথ বাহিনীর হাতে আটক হন।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়িতে তল্লাশি চালিয়ে চারটি বিদেশি শটগান, দুটি বিদেশি পিস্তল, ১৩ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলো সাইলেন্সার লাগানো এবং লোডেড অবস্থায় ছিল। এমনকি গ্রেপ্তারের সময় তাদের সঙ্গেও অস্ত্র পাওয়া গেছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
মেজর মো. রাসেল প্রধান আরও জানান, গ্রেপ্তার সালাহউদ্দিন রুমির বিরুদ্ধে অস্ত্র মামলাসহ ছয়টি এবং সাইফুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র মামলাসহ চারটি মামলা রয়েছে। তারা দীর্ঘ দিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, অবৈধভাবে অস্ত্র তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া বিগত নির্বাচনসহ বিভিন্ন সময়ে তারা অস্ত্র চালনা ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছেন বলে অভিযোগ রয়েছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, সেনাবাহিনী অভিযান শেষে দুই আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। শনিবার তাদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
