‘জুলাই বিপ্লবের’ জেন-জিদের প্রশংসা সাবেক সচিবের


চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ১০ নম্বর সুন্দরপুর ইউনিয়নের হরিণাদিঘী এলাকায় বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ১২০ জন শিক্ষার্থীর হাতে শিক্ষাসামগ্রী তুলে দিয়েছে ‘হরিণাদিঘী স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি’।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে স্থানীয় হরিণাদিঘী মাদ্রাসা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগসহ প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ও এলাকার কৃতী সন্তান গোলাম হোসেন। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সামাজিক উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

গোলাম হোসেন বলেন, “সঠিক দিকনির্দেশনার অভাবে যেন কোনো শিক্ষার্থী শিক্ষা থেকে ঝরে না পড়ে, সে লক্ষ্যেই এ ধরনের সামাজিক উদ্যোগ প্রয়োজন। শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো মানেই ভবিষ্যৎ প্রজন্ম ও দেশকে শক্ত ভিতের ওপর দাঁড় করানো।”

জুলাইয়ের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে সাবেক এই আমলা বলেন, “জুলাই আন্দোলনে জেন-জি (Gen-Z) অগ্রভাগে ছিল। যুবসমাজ চাইলে সমাজ ও রাষ্ট্র বদলে দিতে পারে। এক সময়ের অবহেলিত হরিণাদিঘী আজ অনেক এগিয়েছে। বর্তমান সময়ে যখন যুবসমাজকে নষ্ট করার চেষ্টা চলছে, তখন এলাকার কল্যাণে হরিণাদিঘী ওয়েলফেয়ার সোসাইটির ভূমিকা প্রশংসনীয়। আমরা চাই, হরিণাদিঘী চট্টগ্রামের একটি আদর্শ গ্রামে পরিণত হোক।”

সংগঠনের সভাপতি প্রফেসর তৈয়ব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হরিণাদিঘী মাদ্রাসার সুপার মাওলানা শামসুদ্দিন, ছাত্রনেতা শওকত আলী, ব্যবসায়ী সাইফুল আলম, প্রবাসী হাফেজ আব্দুল করিম ও আনোয়ারুল আজিম নয়ন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নুরুল আবছার, ব্যবসায়ী মহিবুল্লাহ, মোরশেদ সওদাগর, শেখ জায়েদ চৌধুরী, জাবেদ মোরশেদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও সংগঠনের সদস্যরা।