কাবুল : আফগানিস্তানের রাজধানী কাবুলে বৃহস্পতিবার একটি শিয়া সংস্কৃতিক কেন্দ্রে একাধিক বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত ও আরো বেশ কয়েকজন আহত হয়েছে। দেশটির কর্মকর্তারা একথা জানান।
উপ-স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘তাবায়ান সংস্কৃতিক কেন্দ্রকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। সেখানে আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনের ৩৮তম বার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠান হচ্ছিল।’
কেন্দ্রটি মিডিয়া আউটলেট আফগান ভয়েস এজেন্সির কাছে অবস্থিত। এটিকে লক্ষ্য করে হামলা চালানো হতে পারে বলে এর আগে খবর প্রকাশিত হয়েছিল।
