হাটহাজারীতে ৪৩৫ শিক্ষার্থী ও কৃষকের হাতে অনুদান, মাহফিল উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ


চট্টগ্রামের হাটহাজারীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও ইছালে ছাওয়াব মাহফিল উপলক্ষে ৪৩৫ জন শিক্ষার্থী ও কৃষকের মধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরণ ও কৃষি সামগ্রী বিতরণ করা হয়েছে। সুন্নি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার দক্ষিণ নাঙ্গলমোড়া ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান হয়।

সংগঠনটির ১৮তম আয়োজন উপলক্ষে এলাকাবাসী ও এস.এস.কে.পি দরিদ্র ফান্ডের সহযোগিতায় এই মহতী উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে ৩৫০ জন শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী, ৩৫ জনকে সেশন ফি এবং ২৫ জন অসচ্ছল পরীক্ষার্থীর এসএসসি পরীক্ষার ফরম ফিলাপের সম্পূর্ণ ফি প্রদান করা হয়। এছাড়া ২৫ জন প্রান্তিক কৃষকের হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় কৃষি যন্ত্রপাতি ও উপকরণ।

সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী মো. আবুল কালাম মানিক। সংগঠনের সভাপতি মু. ওসমান আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম শওকতের সঞ্চালনায় অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান আলোচকের বক্তব্য রাখেন পূরবী ইন্টারন্যাশনাল বাংলাদেশের পরিচালক মুহাম্মদ মহিউদ্দিন।

কৃষি উপকরণ বিতরণ পর্বে প্রধান অতিথি ছিলেন আরফ ফরিদা (চ্যারিটি) ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী লোকমান, সাবেক সভাপতি আব্দুল্লাহ আল হাছান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দীন, অর্থ সম্পাদক মো. পারভেজ, ধর্ম বিষয়ক সম্পাদক কামাল হোসেন, সহ-সভাপতি শফিউল আজম, নাজিম উদ্দীন ও আহমদ উল্লা শাহ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মো. জালাল উদ্দিন ও মো. নুরুল আমিন।

একই দিন বিকেল ৩টায় শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশন। এতে সভাপতিত্ব করেন শাইখুল হাদীস আল্লামা হাফেজ সোলাইমান আনছারী। দ্বিতীয় পর্বের উদ্বোধক ছিলেন সমাজসেবক মোহাম্মদ তৈয়ব শাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী কোম্পানীগঞ্জ বিশ্ব শাহী দরবার শরীফের সাজ্জাদানশীন মুফতি কাজী মুহাম্মদ জসিম উদ্দিন ফারুকী।

রাতে মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।