
চট্টগ্রামের হাটহাজারী পৌরসদরের ‘কিচেন ডায়েরি’ রেস্তোরাঁয় খাবারের টেবিলে জ্যান্ত পোকা (ম্যাগট লার্ভা) পাওয়ার সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে প্রশাসন।
রবিবার (১৮ জানুয়ারি) একুশে পত্রিকায় “হাটহাজারীতে রেস্তোরাঁর টেবিলে কিলবিল করছে জ্যান্ত পোকা!” শিরোনামে সংবাদ প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বিকেল সাড়ে ৪টার দিকে পৌরসভার জাগৃতি ক্লাব সংলগ্ন শামস টাওয়ারের দ্বিতীয় তলায় অবস্থিত ওই রেস্টুরেন্টে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. আবদুল্লাহ আল মুমিন।
এর আগে শনিবার বিকেলে ওই রেস্তোরাঁয় নাস্তা করতে গিয়ে এক গ্রাহক টেবিল ও আবর্জনার ঝুড়িতে জ্যান্ত পোকা দেখতে পান। বিষয়টি রেস্তোরাঁ কর্তৃপক্ষকে জানালে তারা গুরুত্ব দেননি। পরে এ নিয়ে খবর প্রকাশিত হলে রবিবার বিকেলে অভিযানে যায় উপজেলা প্রশাসন।
অভিযানে নেতৃত্ব দেওয়া হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. আবদুল্লাহ আল মুমিন জানান, রেস্তোরাঁটিতে সরেজমিন পরিদর্শনকালে মারাত্মক অনিয়ম পাওয়া গেছে। অভিযানের সময় রেস্টুরেন্টে মেয়াদোত্তীর্ণ পণ্য ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করতে দেখা যায়। এছাড়া ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় কাগজপত্রও তারা সংরক্ষণ করেনি।
ইউএনও আরও জানান, এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জরিমানার টাকা ডিজিটাল ক্যাশ রেজিস্ট্রার (ডিসিআর)-এর মাধ্যমে আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। একইসঙ্গে রেস্তোরাঁ কর্তৃপক্ষকে ভবিষ্যতের জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
অভিযানকালে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
