
কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে সরকারি ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচির আওতায় ৮১টি হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই কার্যক্রমের উদ্বোধন করেন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান মো. হারুনর রশিদ।
সংশ্লিষ্টরা জানান, মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে এই কর্মসূচির মাধ্যমে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের তালিকাভুক্ত ৮১ জন উপকারভোগীকে একসঙ্গে দুই মাসের (জানুয়ারি ও ফেব্রুয়ারি) মোট ৬০ কেজি করে চাল দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী প্রতি মাসে ৩০ কেজি করে এই সহায়তা বরাদ্দ থাকে।
বিতরণকালে ইউপি চেয়ারম্যান মো. হারুনর রশিদ বলেন, সরকার দুস্থ ও অসহায় নারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এই কর্মসূচি চালু রেখেছে। যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত দুস্থদের এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আজ প্রত্যেককে দুই মাসের চাল বুঝিয়ে দেওয়া হলো।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) ওসমান গনি, আশরাফ আহমদ, মিজানুর রহমান, সংরক্ষিত নারী ইউপি সদস্যবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের সচিবসহ প্রশাসনিক কর্মকর্তারা।
