যুগান্তরের সাংবাদিক আহমেদ মুসার মায়ের ইন্তেকাল, সিইউজের শোক


দৈনিক যুগান্তর চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য আহমেদ মুসার মা সায়েরা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।

রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরা ঘোনা এলাকার নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

পারিবারিক সূত্র জানায়, সায়েরা বেগম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলে, চার মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরা ঘোনা বায়তুশ শরফ প্রাঙ্গণে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সিইউজের শোক

সাংবাদিক আহমেদ মুসার মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ।

এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, “সিইউজে সদস্য আহমেদ মুসার মায়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”