
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এবার জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুল আমিনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। প্রতীক বরাদ্দের আগেই গণসংযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণামূলক ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে তাকে এই নোটিশ দেওয়া হয়।
রোববার (১৮ জানুয়ারি) চট্টগ্রাম-২ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সিরাজ উদ্দিন স্বাক্ষরিত এক আদেশে এই নোটিশ জারি করা হয়।
নোটিশে উল্লেখ করা হয়, জামায়াত প্রার্থী নুরুল আমিন ও তার সমর্থকরা প্রতীক বরাদ্দের আগেই উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন। এছাড়া এসব কর্মকাণ্ডের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছেন, যা ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫’-এর সংশ্লিষ্ট বিধির সুস্পষ্ট লঙ্ঘন।
আদেশে আগামী ২৬ জানুয়ারি নুরুল আমিনকে ফটিকছড়ির জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে স্থাপিত কমিটির অস্থায়ী কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আচরণবিধি মেনে চলা বাধ্যতামূলক। আইন লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে একই আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরকেও একই ধরনের অভিযোগে শোকজ করেছিল নির্বাচনী অনুসন্ধান কমিটি। ফটিকছড়িতে প্রধান দুই দলের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্যবস্থা নেওয়ায় নির্বাচনী মাঠে কড়াকড়ির বার্তা দিচ্ছে কমিশন।
