
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় কৃষিজমির উর্বর উপরিভাগ বা টপসয়েল কাটার অপরাধে এক ব্যক্তিকে আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৯ জানুয়ারি) উপজেলার ফকিরাচাঁন এলাকায় অভিযান চালিয়ে এই দণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. শফি। তিনি উপজেলার পাইন্দং গ্রামের বাসিন্দা।
আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফকিরাচাঁন এলাকায় অভিযান চালায় প্রশাসন। এ সময় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার সময় মো. শফিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি মাটি কাটার বিষয়টি স্বীকার করেন।
অপরাধ প্রমাণিত হওয়ায় এবং আসামির স্বীকারোক্তির ভিত্তিতে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০’ এর ১৫ ধারায় তাকে ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ পরিশোধের পাশাপাশি ভবিষ্যতে তিনি আর এমন অপরাধে জড়াবেন না মর্মে মুচলেকা প্রদান করেন।
অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম বলেন, কৃষিজমির টপসয়েল কাটার ফলে জমির উর্বরতা নষ্ট হচ্ছে এবং পরিবেশের ক্ষতি হচ্ছে। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
