হাটহাজারীতে আগুনে পুড়ল ৫ দোকান, ২০ লাখ টাকার ক্ষতির শঙ্কা


চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সরকারহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যার দিকে মির্জাপুর ইউনিয়নের ওই বাজারে এ ঘটনা ঘটে। আগুনে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

সরকারহাট বাজার দোকানদার ব্যবসায়ী সমিতির কর্মকর্তা মো. আবদুল হালিম জানান, সন্ধ্যার দিকে বাজারের হাজী সফর আলী সড়ক সংলগ্ন একটি ব্যবসা প্রতিষ্ঠানের গ্যাসের চুলা থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা দ্রুত আশপাশের দোকানে ছড়িয়ে পড়লে পুরো বাজারে আতঙ্ক দেখা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় লোকজন প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (জোন-৩) মোহাম্মদ আব্দুল মন্নান এবং সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনের সময় নিরাপত্তার স্বার্থে হাটহাজারী-নাজিরহাট মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং বাজার ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন মো. নূর আফসার, নুরুল হক, মানিক সওদাগর, সুমন নাথ ও শাহাদাত। তাদের পাঁচটি কাঁচা দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. আবদুল্লাহ আল মুমিন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মান্নান অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।