
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)।
সোমবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ইউনিয়নের বড়খোলা গ্রাম ও পার্শ্ববর্তী এলাকার সুবিধাবঞ্চিত মানুষের হাতে এই শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
ব্যাংকের সরফভাটা শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক মো. হাবিবুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চট্টগ্রাম উত্তর জোনের আঞ্চলিক প্রধান মোহাম্মদ মাঈন উদ্দিন।
অনুষ্ঠানে মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, “ব্যাংকিং শুধু লেনদেন নয়, দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল করে অর্থনৈতিক ও সামাজিকভাবে সমৃদ্ধ করে তোলাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যের অংশ হিসেবেই আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি।”
শাখা ব্যবস্থাপক মো. হাবিবুর রহমান জানান, ব্যাংকিং সেবার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে ব্যাংকের পক্ষ থেকে এলাকার ৫০০ জন শীতার্ত মানুষকে এই কম্বল দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিবির রাঙ্গুনিয়া শাখার প্রধান আবু সালেহ, বড়খোলা মারমা কমিউনিটির প্রধান মাস্টার অনন্ত চৌধুরী ও শিলক হামিদ শরীফ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধন বড়ুয়া।
এছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকের সরফভাটা শাখার রিলেশনশিপ অফিসার ইশা আলম, কাস্টমার সার্ভিস অফিসার ফরহাদুল ইসলাম, বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ তানজিদা ইসলাম এবং স্থানীয় মারমা সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
