
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান ঘোষণা দিয়েছেন, চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে গড়ে ওঠা সন্ত্রাসীদের অবৈধ আস্তানা অচিরেই গুঁড়িয়ে দেওয়া হবে। তিনি বলেছেন, সেখানে যারা অবৈধভাবে বসবাস করছে এবং অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী রয়েছে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের নির্মূল করা হবে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের পতেঙ্গায় র্যাব-৭ এর সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত র্যাব সদস্য নায়েব সুবেদার মোতালেব হোসেনের জানাজায় অংশ নেন।
র্যাব মহাপরিচালক বলেন, জঙ্গল সলিমপুর একটি সন্ত্রাসীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। শিগগিরই আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সেখানে অভিযান চালানো হবে। অবৈধ কর্মকাণ্ডের এই আস্তানা আমরা ভেঙে গুঁড়িয়ে দেব—এইটুকু কথা আমরা আপনাদের দিলাম।
অভিযানের সময় র্যাব সদস্যদের ভূমিকার প্রশংসা করে এ কে এম শহিদুর রহমান বলেন, র্যাবের প্রতিটি অভিযানে ঝুঁকি থাকে। আমাদের সদস্যদের অধিকার ছিল নিজের আত্মরক্ষায় গুলি করার। কিন্তু তারা সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতির শঙ্কায় তা করেননি। তারা সর্বোচ্চ ধৈর্য ও ত্যাগের পরিচয় দিয়েছেন।
তবে অভিযানের কোনো পর্যায়ে কৌশলগত ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখার কথা জানান র্যাব প্রধান। তিনি বলেন, আমরা পুরো অভিযানটি তদন্ত করে দেখব। এখানে কোনো ভুলত্রুটি আছে কি না, তা যাচাই করা হবে। যদি কোনো ত্রুটি পাওয়া যায়, সেগুলো সংশোধন করে আগামীতে আমরা আরও সফলতার সঙ্গে অভিযান পরিচালনা করব।
হত্যাকারীদের বিষয়ে তিনি বলেন, র্যাব সেখানে কিছু সন্ত্রাসীকে গ্রেপ্তারের জন্য গিয়েছিল। যারা হামলা চালিয়েছে, তাদের কয়েকজনের নাম আমরা পেয়েছি। আমরা অবশ্যই তাদের গ্রেপ্তার করব। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিচারের রায় কার্যকর হওয়া পর্যন্ত র্যাব পুরো বিষয়টি মনিটরিং করবে।
শহীদ মোতালেব হোসেনের পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়ে র্যাব ডিজি বলেন, শহীদ মোতালেবের পরিবারের অপূরণীয় ক্ষতি হয়েছে। তার স্ত্রী স্বামী হারিয়েছেন, সন্তানরা পিতা হারিয়েছেন। আমরা সেই পিতা বা স্বামীকে ফিরিয়ে দিতে পারব না। তবে আমরা নিশ্চিত করতে চাই, এই পরিবারের দায়িত্ব আমরা গ্রহণ করেছি এবং সবসময় তাদের পাশে থাকব।
তিনি আরও উল্লেখ করেন, আইন-শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে র্যাবের প্রতিষ্ঠা থেকে এখন পর্যন্ত ৭৫ জন সদস্য প্রাণ হারিয়েছেন। যেকোনো মূল্যে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এর আগে সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানে গেলে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন র্যাব-৭ এর সদস্য নায়েব সুবেদার মো. মোতালেব হোসেন ভূঁইয়া। এ ঘটনায় আহত হয়ে সিএমএইচে চিকিৎসাধীন আছেন আরও তিন র্যাব সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় যৌথ অভিযানের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
