হাটহাজারীতে প্রবাসীর গলিত মরদেহ উদ্ধার, স্ত্রীর সঙ্গে কলহের জেরে আত্মহত্যার ধারণা


চট্টগ্রামের হাটহাজারী পৌরসভা এলাকায় বন্ধ ঘর থেকে মো. হোসেন নামের এক প্রবাসীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরের দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আজিমপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

৩০ বছর বয়সী নিহত হোসেন উপজেলার মেখল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাজি আজিজুল হকের বাপের বাড়ির আবদুল খালেকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাস ফেরত হোসেন গত তিন মাস ধরে স্ত্রীসহ আজিমপাড়া এলাকার মৌলানা আমিনের বাড়ির আইয়ুবের ভাড়া বাসায় বসবাস করছিলেন। পারিবারিক কলহের জেরে কয়েক দিন আগে তার স্ত্রী রাগ করে বাবার বাড়ি চলে যান। এরপর থেকে হোসেন বাসায় একাই ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে বাসার মালিক ভাড়ার জন্য ডাকতে গিয়ে ভেতর থেকে কোনো সাড়া পাননি। পরে তিনি বাসার পেছনের জানালা দিয়ে উঁকি দিলে রুমের সিলিং ফ্যানের সঙ্গে হোসেনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিব জানান, ভেতর থেকে আটকানো বাসার দরজা ভেঙে পুলিশ লাশটি উদ্ধার করে। মরদেহটি ফুলে গেছে এবং তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ঘটনাস্থল পরিদর্শন করে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মেখল ইউনিয়নের ইউপি সদস্য মামুন এবং ঘটনাস্থলে উপস্থিত সাবেক মেম্বার আবদুল কাইয়ুম জানান, স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের কারণে স্ত্রী চলে যাওয়ার পর হোসেন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। লাশের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, গত ২-৩ দিন আগে তিনি আত্মহত্যা করেছেন।