
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ১০ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মানলেন চট্টগ্রামের রাউজানের এক প্রবাসী তরুণ। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মো. ওয়াহিদুল ইসলাম ফাহিম (২১) রাউজান উপজেলার বিনাজুরী ইউনিয়নের লেলাংগারা গ্রামের মোশাররফ আলী মুন্সির বাড়ির প্রয়াত ফরিদ আহমেদের ছেলে।
ফাহিমের চাচা দুবাই প্রবাসী মো. মিনহাজ আদিল তানজিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১০ জানুয়ারি বিকেলে সাইকেল চালিয়ে কর্মস্থলে যাওয়ার পথে একটি প্রাইভেট কার ফাহিমকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে আবুধাবির একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা ১০ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মিনহাজ আদিল আরও জানান, মঙ্গলবার রাতে আবুধাবির সেন্ট্রাল মর্গে ফাহিমের জানাজা অনুষ্ঠিত হবে। বুধবার সকালে তার মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, পরিবারের হাল ধরতে এবং নিজের স্বপ্ন পূরণে মাত্র দুই বছর আগে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন ফাহিম। আগামী ঈদে তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে জীবন্ত ফাহিমের বদলে দেশে ফিরছে তার নিথর দেহ। একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে তার পরিবারে এখন চলছে শোকের মাতম।
