
দীর্ঘ বিরতির পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রামে আগমন ও পলোগ্রাউন্ড মাঠের সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এনামুল হক এনাম। তিনি ঘোষণা দিয়েছেন, তারেক রহমানকে বরণ করে নিতে পটিয়া থেকে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের সমাগম ঘটবে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে পটিয়ার কৈয়গ্রামে নিজ বাড়িতে আয়োজিত এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
এনামুল হক এনাম বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ সময় পর চট্টগ্রামে আসছেন। এটি কেবল বিএনপির দলীয় সমাবেশ নয়, বরং এটি গণমানুষের সমাবেশে রূপ নেবে। চট্টগ্রামের মানুষ বিএনপিকে ভালোবাসে, যা বিগত সময়ে বারবার প্রমাণিত হয়েছে। তাই তারেক রহমানের সমাবেশে যোগ দিতে পটিয়ার প্রতিটি এলাকা থেকে নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত এই প্রস্তুতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন এমএসসি, জেলা বিএনপির সদস্য বদরুল খায়ের চৌধুরী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম শফিক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল জলিল, উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মফজল আহমদ চৌধুরী, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল ফয়েজ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এ কে এম জসীম, মঈনুল আলম ছোটন, সাইফুদ্দীন আহমেদ, হাজী কামাল উদ্দিন, মোজাম্মেল হক চৌধুরী, হাজী আবুল বশর, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, হাজী আবুল কাশেম ও আব্দুল মাবুদ।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, জেলা কৃষক দলের সদস্য সচিব মীর জাকের আহমেদ ও জেলা জাসাসের সদস্য সচিব নাছির উদ্দীন।
সমাবেশ সফল করার লক্ষ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত ইয়াসিন, সদস্য সচিব ওয়াহিদুল আলম চৌধুরী পিবলু, পৌরসভা যুবদলের আহ্বায়ক আবছার উদ্দিন সোহেল, সদস্য সচিব হাবিবুর রহমান রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ওবায়দুল হক রিকু, সদস্য সচিব মো. জাহেদ, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মীর সাইফু, সদস্য সচিব আব্দুল কাদের, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি শাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক আবু নোমান চৌধুরী লিটন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুব আলম পারভেজ, সদস্য সচিব মিজানুর রহমান, পৌরসভা কৃষক দলের আহ্বায়ক বুলবুল আহমেদ নান্নু ও সদস্য সচিব আলমগীর আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম হোসেন নয়ন, শাহাদাত হোসেন, রেজাউল করিম মিজান, উপজেলা ওলামা দলের সভাপতি মৌলানা তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হালিমা বেগম, পৌরসভা মহিলা দলের সভাপতি আয়েশা বেগম রিনা, সাধারণ সম্পাদক জয়নাব বেগম। সভায় পটিয়া উপজেলার ১৭টি সাংগঠনিক ইউনিয়ন এবং পৌরসভার ৯টি সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
