চকরিয়ায় গভীর রাতে আগুন, পুড়ল ৮ কানি জমির খড়


কক্সবাজারের চকরিয়া উপজেলায় গভীর রাতে এক কৃষকের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই কৃষকের ৮ কানি জমির ধান থেকে পাওয়া খড়ের গাদা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ভুক্তভোগী কৃষকের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে এই আগুন দিয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার উপকূলীয় পশ্চিম বড়ভেওলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দরবেশকাটা মেহেন্নিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষকের নাম এনামুল হক। তিনি জানান, ২০২০ সালে বদরখালী ইউনিয়নের কুতুবনগর থেকে এসে দরবেশকাটা এলাকায় জমি কিনে বাড়ি নির্মাণ করে বসবাস করছেন।

এনামুল হকের অভিযোগ, জমি কেনার পর থেকেই স্থানীয় মৃত আবদুর রহমানের ছেলে আনোয়ার হোসেন ওই জমির কিছু অংশ জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছেন। এর আগে ২০২৫ সালের ১২ নভেম্বর রাতে আনোয়ার হোসেন ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে হামলা চালিয়ে অবৈধ স্থাপনা নির্মাণের চেষ্টা করেছিলেন। সে সময় পুলিশের হস্তক্ষেপে দখলচেষ্টা নস্যাৎ হয়।

তিনি দাবি করেন, “পূর্বশত্রুতার জেরে সোমবার রাতে পরিকল্পিতভাবে আমার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এতে বাড়ির উঠানে স্তূপ করে রাখা ৮ কানি জমির খড়ের গাদা (গোখাদ্য) পুড়ে গেছে। আনোয়ার হোসেন আমাকে উচ্ছেদ করতে এবং সপরিবারে হত্যার হুমকি দিয়ে আসছেন।”

প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে আগুনের লেলিহান শিখা দেখে প্রতিবেশীরা এগিয়ে এলেও তা নেভাতে ব্যর্থ হন। খবর পেয়ে প্রায় এক ঘণ্টা পর চকরিয়া উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, “দরবেশকাটা এলাকায় খড়ের গাদায় আগুন লাগার বিষয়ে থানায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। ভুক্তভোগী অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”