
এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান চালিয়ে ৩ হাজার মিটার অবৈধ ঘেরা জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নদীর সত্তারঘাট থেকে মোহরা অংশ পর্যন্ত এই অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. আব্দুল্লাহ আল মুমিন। এ সময় জালের মালিকরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভিযানে অংশ নেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ এবং হালদা নৌ পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রমজান আলী ও তার সঙ্গীয় ফোর্স।
সংশ্লিষ্টরা জানান, দীর্ঘ ৫ ঘণ্টার এই অভিযানে নদী থেকে ৮টি অবৈধ জাল জব্দ করা হয়, যার দৈর্ঘ্য প্রায় ৩ হাজার মিটার। এর মধ্যে দুটি চরঘেরা ও একটি ভাসাজাল রয়েছে। জব্দকৃত এসব জালের আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকা। পরে স্থানীয়দের উপস্থিতিতে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী জানান, বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
