স্বেচ্ছাসেবক দল নেতার বাবার কবর জিয়ারত করলেন গিয়াস কাদের চৌধুরী


বিএনপির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে দলের মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদারের বাবার কবর জিয়ারত করেছেন।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে তিনি রাউজানে মরহুমের কবর জিয়ারত ও রুহের মাগফিরাত কামনা করেন।

কবর জিয়ারতের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমদ, উত্তর জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ মাস্টার, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার, রাউজান উপজেলা যুবদল নেতা সেলিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মওলানা আব্দুস ছবুর, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদ, ছাত্রদল নেতা মুরাদুল আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা নুরুল আসাদ রিমন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন মুয়াজ্জিন হাফেজ আব্দুল মজিদ, ইলিয়াস তালুকদার, এমদাদুল ইসলাম, মুন্না তালুকদার, শাহআলম, জাগির তালুকদার, আব্দুল মান্নান সওদাগর, নাছির উদ্দীন, মীর হোসেন তালুকদার, আজম তালুকদার, জামাল তালুকদার, ইসমাইল তালুকদার, ফারুক তালুকদার, সাগর তালুকদার, সাকিব তালুকদার, রায়হান, জিসান, ইমতিয়াজ জিয়া, সাজ্জাদ, মুরাদ ও মিজান।

জিয়ারত শেষে মোনাজাত পরিচালনা করেন সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মওলানা আবুল বশর।