চট্টগ্রাম: চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিপি’র আরবান প্রকল্পের এক স্টোর কিপারের বিরুদ্ধে মালামাল আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার দুদক চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক অজয় কুমার সাহা বাদি হয়ে ডবলমুরিং থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় পিডিপির চট্টগ্রাম আরবান প্রকল্পের স্টোর কিপার মো. নুরুল্লাহ কবিরকে একমাত্র আসামি করা হয়েছে। তিনি কুমিল্লার হোমনা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের আবদুল বাতেনের ছেলে।
মামলার বাদি অজয় কুমার সাহা বলেন, পিডিপির আরবান প্রকল্পের জন্য কেনা ৩১ লাখ ৯৯ হাজার ২২৬ টাকার নতুন মালামাল এবং বেশ কিছু পুরাতন মালামাল বিক্রি করে অর্থ আত্মসাৎ করেছে প্রকল্পের স্টোরকিপার মো. নুরুল্লাহ কবির। প্রাথমিক অনুসন্ধানে মালামাল বিক্রি করে অর্থ আত্মসাতের প্রমাণ মিলেছে। এজন্য মামলা দায়ের করা হয়েছে। এ আত্মসাতের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা তদন্তে বুঝা যাবে।