সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১

রেলওয়ের মালামালসহ আটক ১

প্রকাশিতঃ ১ জানুয়ারী ২০১৮ | ৫:০১ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামে রেলওয়ের মূল্যবান যন্ত্রাংশ চুরি করে নিয়ে যাওয়ার সময় নুর নবী নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাত ১১টার দিকে আমবাগান এলাকা থেকে তাকে আটক করা হয়।

রেলওয়ে পূর্বাঞ্চলের উপসহকারী প্রকৌশলী (স্টোর) মোহাম্মদ ইউনুছ বলেন, পাহাড়তলী রেল কারখানা থেকে রাতে প্রায় ৫০০ কেজি এম.এইচ সিট চুরি করে নিয়ে যাচ্ছিল চোরচক্র। রিকশায় মালামাল নেয়ার পথে আমবাগান এলাকায় পশ্চিম খুলশী ফাঁড়ির পুলিশ সদস্যরা নুর নবী নামের এক চোরকে হাতেনাতে আটক করে।

খুলশী থানার ওসি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।