চট্টগ্রাম: চট্টগ্রাম নগরে কাভার্ড ভ্যানের চাপায় খুরশিদা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে পোর্ট ইস্ট কলোনিসংলগ্ন বন্দর নতুন মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।
নিহত খুরশিদা বেগম নগরীর ছোটপুল এলাকার হাজী বাদশা মিয়া লেনের বাসিন্দা আবুল খায়েরের স্ত্রী।
এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, রাস্তা পার হওয়ার সময় খুরশিদা বেগমকে চাপা দেয় একটি কর্ভাড ভ্যান। বেলা আড়াইটার দিকে তাকে হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।