সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১

মুখে কোরোসিন নিয়ে আগুনে ফুঁ দিতে গিয়ে…

প্রকাশিতঃ ২ জানুয়ারী ২০১৮ | ৬:১৫ অপরাহ্ন

চট্টগ্রাম: মুখে কেরাসিন নিয়ে আগুনের বড় কাটিতে ফুঁ দিলেন ২৪ বছরের এক যুবক। হঠাৎ আগুনের কুন্ডলী ছড়িয়ে পড়ে। এভাবে অসতর্কতায় পুরো শরীর আগুনে ঝলসে গেছে মো. ইউসুফ রোমানের। ঘটনাটি চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার কাঁচাবাজারের তানিম সাহেবের ভবনের ছাদে ঘটেছে, সোমবার রাত ৯টার দিকে।

অগ্নিদগ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ইউসুফ আকবরশাহ থানার কাঁচাবাজার এলাকার মো. ইলিয়াছের ছেলে।

আকবরশাহ থানার পরিদর্শক (তদন্ত) উৎপল বড়–য়া বলেন, প্রথমে আমরা ধারণা করেছিলাম, কেউ আগুন ধরিয়ে দিয়েছে। পরে হাসপাতালে ইউসুফের সাথে পুলিশ কথা বলেছিল। সে বলেছে, দুর্ঘটনাবশত আগুন ধরে যায়। সেখানে আর কেউ ছিল না। তার শরীরের ৫০ ভাগ পুড়ে গেছে।