চট্টগ্রামে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকা থেকে ৩৬ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার রাতে চৌমুহনী এলাকার এক নালায় ওই যুবকের লাশ পাওয়া যায়।

ডবলমুরিং থানার ওসি বশির আহমেদ বলেন, চৌমুহনী মোড় থেকে পশ্চিমে কবরস্থানের পাশে একটি নালায় ছিল লাশটি। নিহতের শরীরের বিভিন্ন অংশ পচে গেছে। পাঁচ-ছয়দিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে।