শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

‘ধর্মের নামে সন্ত্রাস সৃষ্টিকারীরা জাতির শত্রু’

| প্রকাশিতঃ ৪ জুলাই ২০১৬ | ৪:৫৮ অপরাহ্ন

চট্টগ্রাম: ধর্মের নামে সন্ত্রাস সৃষ্টিকারী জাতির শক্রুদের রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের সাংবাদিকরা। রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারীতে জঙ্গি হামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এই আহবান জানান সাংবাদিকরা। সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই কর্মসূচীর আয়োজন করে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন।

বক্তারা বলেন, সন্ত্রাসবাদ জঙ্গীবাদের মাধ্যমে নৃশংস হত্যাকান্ড চালিয়ে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিনত করা যাবেনা। যারা ধর্মের নামে সন্ত্রাস করে, মানুষ খুন করে মুক্তিযুদ্ধের চেতনাকে ধংস করতে চায় তারা জাতির শত্রু। এসব সন্ত্রাসী কার্যকলাপ ও হত্যাকান্ড প্রতিরোধে জাতিকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।

আরো বলেন, সন্ত্রাসবাদ নির্মূল করতে পরিবার ও শিক্ষা প্রতিষ্টান গুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ গণতন্ত্রের মাধ্যমে এগিয়ে চলছে, সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আগামীতেও গণতন্ত্রের এ অগ্রযাত্রা ব্যাহত করা যাবেনা।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত মানববন্ধনকালীন সমাবেশে বক্তব্য রাখেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, সিইউজের যুগ্ম সাধারণ সম্পাদক স্বরূপ ভট্টাচার্যের সঞ্চালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন সিইউজে সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।

সমাবেশে বক্তব্য রাখেন- বিএফইউজে সহ সভাপতি শহীদ উল আলম,চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ার, সিইউজের সহসভাপতি নিরুপম দাশগুপ্ত, বিএফইউজে যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, সিইউজে’র প্রাক্তন সভাপতি যথাক্রমে অঞ্জন কুমার সেন, এম নাসিরুল হক, মোস্তাক আহমেদ সাবেক সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস প্রমুখ।