ঈদকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার চট্টগ্রামে

ctgচট্টগ্রাম: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ফাঁকা হয়ে পড়েছে চট্টগ্রাম নগরী। শেষ মুহুর্তে নাড়ির টানে গ্রামে ফিরছে মানুষ। গত শুক্রবার থেকে শুরু হয়েছে ঈদের টানা ৯দিন ছুটি। এ পরিস্থিতিতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ-র‌্যাব।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য বলেন, ঈদের ছুটিতে বাসা-বাড়ি ও অফিসে চুরি, ডাকাতিসহ নানা অপরাধের আশঙ্কা থাকায় বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে। প্রতিটি আবাসিক এলাকার নেতাদের সঙ্গে আলাপ করে পুলিশের সাহয্য নেওয়ার জন্য বলা হয়েছে। বিভিন্ন ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তিনি বলেন, বেসরকারী নিরাপত্তাবক্ষীরা যাতে সতর্কভাবে দায়িত্ব পালন করেন- সে ব্যাপারে সংশ্লিষ্টদের বলা হয়েছে। নগরীর সড়ক ও অলি-গলিতে টহল পুলিশের পাশাপাশি সাদাপোশাকধারী পুলিশ থাকবে। তারা নিরাপত্তা সংক্রান্ত তথ্য সংগ্রহ করবে। এছাড়া নগরের ১৬ থানার ওসিদের এ সংক্রান্ত বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

একই প্রসঙ্গে র‌্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, ঈদকে ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। নগরীর প্রবেশমুখে র‌্যাবের চেকপোস্ট থাকছে। এছাড়া গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে র‌্যাবের টহল দল দায়িত্বপালন করছে।

ঈদুল ফিতরের সার্বিক নিরাপত্তায় চট্টগ্রামে এবার অতিরিক্ত প্রায় আড়াই হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার থেকে তারা দায়িত্ব পালন শুরু করেছে। প্রতিটি ঈদ জামাতের নিরাপত্তায় মোতায়েন থাকবে কমপক্ষে ৪৮ জন পুলিশ সদস্য। এর মধ্যে রিজার্ভ পুলিশ, থানা ও ফাঁড়ির সদস্য, শিল্প পুলিশ, এপিবিএন, ট্যুরিস্ট পুলিশ আছে।

একইসঙ্গে যে কোন ধরনের পরিস্থিতি মোকাবেলায় বিজিবিকেও প্রস্তুত থাকার জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।