চট্টগ্রাম: চট্টগ্রাম সফরে এসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসায় রাতের খাবার গ্রহণ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। মঙ্গলবার রাতে এই নৈশভোজের আগে বিএনপি নেতা আমীর খসরু ছাড়াও দলটির কয়েকজন নেতার সঙ্গে কয়েক দুই ঘণ্টার বেশি আলোচনা করেন তিনি।
ওই আলোচনার বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করে আমীর খসরু বলেন, নির্বাচন, রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয়ে তার সাথে আলোচনা হয়েছে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর মেহেদিবাগে আমীর খসরুর বাসায় যান বার্নিকাট। দুজনের কথোপকথনের এক পর্যায়ে নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর তাদের সঙ্গে যোগ দেন। আলোচনা শেষে নৈশভোজে সেরে বানির্কাটসহ বিএনপি নেতারা রাত ১০টার দিকে ওই বাসা থেকে বের হন।
এর আগে বিকালে নগর ভবনে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেন রাষ্ট্রদূত বার্নিকাট। সকালে মার্শা বার্নিকাটের নেতৃত্বে একটি প্রতিনিধি দল চট্টগ্রাম বন্দর ভবনে গিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
