চট্টগ্রাম: চট্টগ্রামসহ আশপাশের এলাকার মানুষকে বৃষ্টি মাথায় নিয়েই এবার ঈদুল ফিতর উদযাপন করতে হবে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ ফরিদ আহমেদ জানান, চট্টগ্রামে গত তিনদিন ধরে চলা বৃষ্টি বৃহস্পতিবারও অব্যাহত থাকবে। তবে তীব্রতা খানিকটা কমতে পারে। কিন্তু টানা বৃষ্টি থাকবে।
বৃহস্পতিবার দেশের মুসলমান সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। টানা বৃষ্টি এবং জোয়ার অব্যাহত থাকায় চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলা ও নগরীর বিভিন্ন নিচু এলাকা ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে। এ অবস্থায় উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ঈদ পালন নিয়ে সংশয় দেখা দিয়েছে।