চট্টগ্রামে পরীক্ষায় অংশ নিতে ছাড়পত্র জালিয়াতি

চট্টগ্রাম: এসএসসি পরীক্ষায় অংশ নিতে চট্টগ্রামে ছাড়পত্র সনদ (টিসি) জালিয়াতির অভিযোগ উঠেছে নগরের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের বিরুদ্ধে। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটি ইতিমধ্যে ৬০টি ছাড়পত্র সনদে অসংগতি পেয়েছে। তাদের পরীক্ষার ফরম পূরণ স্থগিত করা হয়েছে।

জানা গেছে, জালিয়াতির অভিযোগ ওঠা শিক্ষার্থীরা বিদ্যালয়ের নবম শ্রেণির চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। তাই দশম শ্রেণিতে ভর্তির অনুমতি পায়নি। এরপরই বিদ্যালয় থেকে ছাড়পত্র সনদ নিয়ে অন্য বিদ্যালয়ে ভর্তি হয়। নতুন ভর্তি হওয়া বিদ্যালয়ের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য বোর্ডে আবেদন করে। এক্ষেত্রে স্কুলের প্রধান শিক্ষকের স্বাক্ষর জাল করা হয়েছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শাহেদা ইসলাম বলেন, এই জালিয়াতির সঙ্গে শিক্ষার্থী ও অভিভাবক এবং সংশ্লিষ্ট দুটি বিদ্যালয় জড়িত বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্তে উপপরীক্ষা নিয়ন্ত্রক প্রসেনজিৎ পালকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি ইতিমধ্যে ৬০টি ছাড়পত্র সনদে অসংগতি পেয়েছে। দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার জন্য কমিটিকে বলা হয়েছে।

প্রসঙ্গত আগামী ১ ফেব্রুয়ারি শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। ২০১৫ সালের এসএসসি পরীক্ষায়ও এভাবে ছাড়পত্র সনদ জালিয়াতির ঘটনা ঘটেছিল। এরপর ছাড়পত্র নিয়ে অন্য বিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফরম পূরণ পদ্ধতি পরিবর্তন করা হয়। এবার ফরম পূরণের অনুমতি দেওয়ার আগে তাদের সনদ যাচাই করার সময় এই জালিয়াতির ঘটনা ধরা পড়েছে।