বর্তমান তরুণ প্রজন্ম সৃষ্টিশীল ও দারুণ সম্ভাবনাময় : চুয়েট ভিসি

চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযু্িক্ত বিশ্ববিদ্যালয় (চুয়েট) -এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেছেন, বর্তমান তরুণ প্রজন্ম সৃষ্টিশীল ও দারুণ সম্ভাবনাময়। এখন যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে নিজেদেরকে আত্মপ্রত্যয়ী হতে হবে। বিশ্ববিদ্যালয় থেকে পাস করে খ্যাতিসম্পন্ন ও দেশবরণ্য প্রাক্তন শিক্ষার্থীদের তালিকায় নিজেদের অবস্থান সৃষ্টি করতে হবে।

তিনি বৃহস্পতিবার চুয়েট কেন্দ্রীয় অডিটোরিয়ামে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ¯œাতক লেভেল-১ কোর্সের ছাত্র-ছাত্রীদের ‘ওরিয়েন্টেশন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী। অনুষ্ঠানে স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. রণজিৎ কুমার সূত্রধর, পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ আব্দুর রহমান ভূইয়া, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কৌশিক দেব, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক এবং শহীদ মোহাম্মদ শাহ হলের প্রভোস্ট ড. মোহাম্মদ কামরুল হাছান বক্তব্য রাখেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের চলমান অগ্রগতি ও পরিচিতিমূলক একটি ভিডিওচিত্র উপস্থাপন করেন সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) মোহাম্মদ ফজলুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মানবিকের প্রভাষক নাহিদা সুলতানা চৈতী।