চট্টগ্রাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘নিপীড়ন বিরোধী’ শিক্ষার্থীদের কর্মসূচিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
হামলাকারী ছাত্রলীগ নেতাকর্মীদের বিচার দাবিতে বৃহস্পতিবার ষোলশহর স্টেশন সংলগ্ন সড়কে এই কর্মসূচী পালন করা হয়।
চবি ছাত্রদলের সভাপতি খুরশেদুল আলম ও সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে কর্মসূচীতে অংশ নেন সহ-সভাপতি জিয়াউল হক মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক – ইমতিয়াজ ইকরাম, আরাফাত খাঁন, রবিউল আলম রবি, এইচ এম বেলাল উদ্দিন, আব্দুল কাদের, নাজিম উদ্দিন মুন্না, সহ সাধরণ সম্পাদক শরীফ আহমেদ সুমন, রাহুল ধর, সহ-সাংগঠনিক সম্পাদক ফারহান মির্জা, মুক্তিযুদ্ধ গবেষণা বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন মিসবাহ, সহ দপ্তর সম্পাদক আইনুল হোসেন সাগর, সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আনিসুর রায়হান।
অন্যন্যের মধ্যে বিজ্ঞান অনুষদের আহবায়ক নাজমুল হোসাইন, বিবিএ অনুষদের সদস্য সচিব জোবায়ের আহমেদ, আলাউল হলের আহবায়ক ইউসুফ উদ্দিন, সদস্য সচিব শহীদুল্লাহ, এফ আর রহমান হলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, কলা অনুষদের আহবায়ক মোঃ নাজিম উদ্দিন, সদস্য সচিব সালামত উল্লাহ, আরিফুর রহমান, আমান উল্লাহ আমান, তাসনিম আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
