ফেনী: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খালেদা জিয়াকে ছাড়া নির্বাচন যাবে না বিএনপি। সহায়ক সরকার না করে শেখ হাসিনাকে নির্বাচনকালীন সরকারের প্রধান রেখে একতরফা নির্বাচনের চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে।
ফেনীতে শুক্রবার বিকেলে সদর উপজেলা বিএনপির সভাপতি মরহুম সৈয়দ মিজানুর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, যে মামলা দেয়া হয়েছে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে তা সারবক্তাহীন। তার মধ্যে নূন্যতমও বিএনপি চেয়ারপার্সনের ঘনিষ্ঠতা নেই, সম্পর্ক নেই। জাল নথি, অসত্য তথ্য বানোয়াট বিভিন্ন অভিযোগ দায়ের করে হয়েছে তা আইনী প্রক্রিয়ার মধ্য দিয়ে বিএনপি চেয়ারপার্সনকে হয়রানি করার জন্য।
এ সময় কেন্দ্রীয় বিএনপি নেতা বেলাল আহমেদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন মিস্টার, বিএনপি নেতা আলাল উদ্দিন আলাল, ফজলুর রহমান বকুল, আবদুল খালেক, যুবদল নেতা নাসির উদ্দিন খোন্দকার, ছাত্রদল নেতা আমান উদ্দিন কায়সার সাব্বির, এস. এম কায়সার এলিন, মহিলা দল নেত্রী জাহানারা বেগমসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
