বিএনপি হলো বর্ষাকালের ব্যাঙ : হাছান মাহমুদ

বান্দরবান: আগামী জাতীয় সংসদ নির্বাচন ও সরকার নিয়ে বিএনপির নানা বক্তব্যকে বর্ষাকালে ব্যাংকের ডাকের সঙ্গে তুলনা করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।

শনিবার বিকালে রাজার মাঠে বান্দরবান জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন হাছান মাহমুদ।

আগামী নির্বাচন সামনে রেখে দলকে গতিশীল ও নির্বাচনমুখী করতে দেশব্যাপী আওয়ামী লীগের সাংগঠনিক সফরের অংশ হিসেবে কেন্দ্রীয় প্রতিনিধিদল আজ বান্দরবানে সমাবেশে যোগ দেন।

হাছান মাহমুদ বলেন, ‘বর্ষাকাল এলে ব্যাঙ যেমন ডাকে, তেমনি নির্বাচন এলে বিএনপির নেতারা পার্টি অফিসে বসে সরকারের বিরুদ্ধে হাঁকডাক শুরু করে। কিন্তু রাজপথে তাদের দেখা যায় না।’

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, কেন্দ্রীয় উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, দক্ষিণ চট্টগ্রাম আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাদা মহিউদ্দিনসহ জেলা আওয়ামী লীগের নেতারা বক্তব্য দেন।