চট্টগ্রাম: পুঁজিবাজারে নতুন ব্র্যান্ডিং এবং বিনিয়োগকারীদের সচেতনতা তৈরির লক্ষ্যে চট্টগ্রামে আয়োজন করা হয়েছে ‘৬ষ্ঠ পুঁজিবাজার ও বিনিয়োগ মেলা-২০১৮। বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর জিইসি কনভেনশন মিলনায়তনে তিন দিন ব্যাপী এ মেলার শুভ উদ্বোধন করা হয়।
মেলা কর্তৃপক্ষ জানিয়েছে, মেলায় তিন ধরনের স্টলের মধ্যে থাকছে ৬টি প্যাভিলিয়ন, ৮টি মিনি প্যাভিলিয়ন ও ৬৯টি জেনারেল স্টোর। যার কার্যক্রম বৃহস্পতিবার থেকে শুরু হয়ে আগামী শনিবার পর্যন্ত চলবে। মেলায় আগত দর্শনার্থীদের শেয়ার বাজার ও বিনয়োগ সম্পর্কে যাবতীয় তথ্য সরবারহ করবে এ স্টল গুলো।
এর আগে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এর চেয়ারম্যান ড. এ কে আব্দুল মোমেন এর সভাপতিত্বে উদ্ধোনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি; প্রধান অতিথি বলেন, চট্টগ্রাম একটি জেলা বা বিভাগ নয়, একটি অর্থনৈতিক কেন্দ্রের উৎসও বটে।
এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ শেয়ার বাজার এবং স্টক এক্সচেঞ্জ এর শুভেচ্ছা দূত ক্রিকেটার সাকিব আল হাসান, বাংলাদেশ শেয়ার বাজার এবং স্টক এক্সচেঞ্জ এর চেয়ারম্যান ড. খাইরুল হোসেন সহ বিভিন্ন ব্যবসায়িক ব্যক্তিবর্গ।
