দুই সাংবাদিকের জামিন মঞ্জুর করা যায় না : মিয়ানমারের আদালত

ইয়াঙ্গুন : মিয়ানমারের একটি আদালত বৃহস্পতিবার রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগে আটক বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিক কাইওয়া সোয়ে ও এবং ওয়া লোনের জামিনের আবেদন নামঞ্জুর করেছে।

এদের সর্ব্বোচ্চ ১৪ বছর কারাদন্ড হতে পারে। খবর এএফপি’র।

বিচারক ইয়ে লোইন আদালতে বলেন, ‘এ দু’জনকে আইন অনুযায়ী জামিন মঞ্জুর করা যায় না। আর আদালত তাদের জামিন না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

মিয়ানমারের নাগরিক সাংবাদিক ওয়া লোন (৩১) ও কিয়াও সোয়ে ও (২৭) রাখাইনের সঙ্কট নিয়ে কাজ করছিলেন। ২৫ শে আগস্ট রোহিঙ্গা জনগোষ্ঠির ওপর দমন-পীড়ন শুরুর পর প্রায় সাত লাখ রোহিঙ্গা জীবন বাঁচাতে পালিয়ে বাংলাদেশে চলে আসেন। এই রোহিঙ্গা সঙ্কট নিয়ে কাজ করছিলেন আটক দুই সাংবাদিক। কিন্তু ১২ই ডিসেম্বর তাদেরকে আটক করে পুলিশ। তাদেরকে ওই দিন নৈশভোজে ডেকে নেয় পুলিশ। এরপর তাদেরকে গ্রেপ্তার করা হয়।