‘বিএনপির শীর্ষ নেতাদের নির্দেশেই পুলিশের ওপর হামলা’

বাসস : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির শীর্ষ নেতাদের নির্দেশেই পুলিশের ওপর হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, ‘বিএনপির সিনিয়র নেতাদের প্ররোচনায় পুলিশের ওপর হামলা পূর্ব-পরিকল্পনার অংশ। এ হামলার সঙ্গে অনুপ্রবেশের সম্পর্ক নেই। এটা পূর্ব-পরিকল্পিত জঙ্গী স্টাইলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা।’

এ হামলার মাস্টারমাইন্ড হচ্ছে বিএনপির শীর্ষ নেতৃত্ব, তারাই এ হামলা করিয়েছে।

ওবায়দুল কাদের আজ সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ওয়েস্টার্ন ব্রীজ ইমপ্রুভমেন্ট প্রকল্পের আওতায় সড়ক ও জনপথ অধিদপ্তরের এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

বিএনপি খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়কে নিয়ে কোন বিশৃঙ্খলা ও উস্কানিমূলক নাশকতা করতে চাইলে জনগণকে সঙ্গে নিয়ে তার সমুচিত জবাব দেওয়া হবে।
তিনি বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় আদালতে বিষয়। আদালতের রায়ে সরকারের কোন হাত নেই। তাই এ বিষয়ে আওয়ামী লীগের কোন কর্মসূচীর প্রয়োজন নেই।

কাদের বলেন, আমাদের পক্ষ থেকে উস্কানিমূলক কিছু হবে না। কারণ আমরা সরকারে রয়েছি, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা করা আমাদের দায়িত্ব। আমরা এ বিষয়ে সতর্ক থাকব। এ মামলার রায় নিয়ে বিএনপি দেশে নাশকতা করতে চাইলে জনগনকে সঙ্গে নিয়ে তার সমুচিত জবাব দেওয়া হবে।

তিনি বলেন, বিএনপির পুলিশের ওপর চালানো এ হামলার ভিডিও ফুটেজ মুছে যায় নি। এ হামলা কিভাবে ঘটেছে তা দিবালোকের মত স্পষ্ট। কোন অনুপ্রবেশকারী নয়, এ হামলার মাস্টারমাইন্ড বিএনপির শীর্ষ নেতৃত্ব।

কাদের বলেন, বিএনপি এ হামলায় পুলিশকে কোন দোষ দিতে পারবে না। কারণ এ হামলার উস্কানী তারাই (বিএনপি) দিয়েছে, তারাই ঘটনা সাজিয়েছে এবং প্রকাশ্যে ঘটিয়েছে।

ওবায়দুল কাদের বলেন, সরকার কি মানুষের জানমাল রক্ষায় এ ধরনের ঘটনায় বিনা বিচারে ঝুঁকির মুখে ঠেলে দেবে? এ ধরনের ঘটনাকে আস্কারা দিলে ভবিষ্যতে আরো ভয়াবহ ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। আর সে কারণেই সরকার এখানে নিরব দর্শকের ভূমিকা পালন করতে পারে না।