এসএসসি: চট্টগ্রামে বাংলা পরীক্ষা দেয়নি ৪২০ জন

চট্টগ্রাম: চট্টগ্রামে এসএসসি পরীক্ষার প্রথমদিন বৃহস্পতিবার ৪২০ জন শিক্ষার্থী বাংলা প্রথম পত্র পরীক্ষা দেয়নি।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. তাওয়ারিক আলম জানান, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১৭৯টি কেন্দ্রে এবার এক লাখ ২১ হাজার ৫৩৩জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় এক লাখ ২১ হাজার ১১৩ জন। প্রথম দিনে মোট ৪২০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এদের মধ্যে চট্টগ্রাম জেলায় ২৯২, কক্সবাজারে ৬৫, রাঙামাটিতে ২০, খাগড়াছড়িতে ৩০ এবং বান্দরবান জেলায় ১৩ জন অনুপস্থিত ছিল।

প্রথম দিনের পরীক্ষায় কোনো পরীক্ষার্থী বা পরিদর্শক বহিষ্কৃত হননি বলেও জানান বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. তাওয়ারিক আলম।