ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে আসতে বিএনপি ছলচাতুরি করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
মন্ত্রী বলেন, আমাদের কাছে বিএনপির কার্যকলাপে, কর্মসূচি ও কথাবার্তায় মনে হচ্ছে বিএনপিই নির্বাচন থেকে সরে যাওয়ার টালবাহানা করছে।
শুক্রবার সকালে রাজধানীর দনিয়ায় সড়ক উন্নয়নের অগ্রগতি পরিদর্শন শেষে ওবায়দুল কাদের আরও বলেন, ৮ ফ্রেব্রুয়ারির রায়কে ঘিরে নাশকতার চেষ্টা করতে চাইলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।
