ঢাকা: বিএনপি শ্রমিকের রক্তচোষাদের দল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ আয়োজিত ‘জঙ্গীবাদ সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়াও শ্রমিক সমাজ’ শীর্ষক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিএনপির জাম্বু জেকেট মার্কা কার্যনির্বাহী কমিটির প্রথম সভা হোটেল লা-মেরিডিয়ানে তিন বছর পর হতে যাচ্ছে, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা প্রতি দুইমাসে একটি হয়। সুতরাং যারা রাজনৈতিক দলের সভা পাঁচ তারকা হোটেলে করে এরা জনগনের প্রতিনিধিত্ব করে না। এরা লুটেরাদের দল, এরা শ্রমিকের দল নয়, শ্রমিকের রক্তচোষাদের দল।
আগামী নির্বাচনে বিএনপি যাতে অংশ গ্রহন না করতে পারে সেই লক্ষে নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে বিএনপি নেতাদের এমন বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের মুখপাত্র বলেন, যারা পুলিশের উপর হামলা চালিয়েছে, পুলিশের কাছ থেকে আসামী ছিনতায় ও পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে ভেঙ্গে দিয়েছে তাদেরকে গ্রেফতার করলে হবে না। তাদেরকে যারা নির্দেশ দিয়েছে তাদের নেতাদেরকেও গ্রেফতার করতে হবে।
এসময় হুশিয়ারি দিয়ে হাছান মাহমুদ বলেন, আগামী ৭, ৮ ও ৯ই ফেব্রুয়ারি আমরা রাজপথে থাকবো। আবারও শ্রমজীবি মানুষের উপর প্রেট্রোল বোমা নিক্ষেপ করা হয়, সেই হামলা প্রতিহত শুধু নয়, হামলাকারীদের ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবো।
