নিউজিল্যান্ড: এবার যুব বিশ্বকাপের শিরোপা জয়ের রেকর্ড গড়ল ভারত। অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে রেকর্ড সর্বোচ্চ চতুর্থবারের মতো যুব বিশ্বকাপের শিরোপা জিতলো ভারত অনূর্ধ্ব-১৯ দল। ফাইনালের মঞ্চে অজি যুবাদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারায় রাহুল দ্রাবিড়ের শিষ্যরা।
নিউজিল্যান্ডের মাউন্ট মাউঙ্গানুইতে যুব বিশ্বকাপের দ্বাদশ আসরের শিরোপা নির্ধারনী ম্যাচে প্রথমে ব্যাট করা অস্ট্রেলিয়া ৪৭.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১৬ করতে পারে। জবাবে ১১ ওভারের বেশি অর্থাৎ ৬৭ বল বাকি থাকতে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারত।
২১৭ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা দুর্দান্ত করেন ভারত। ৭১ রানের জুটি গড়েন দুই ওপেনার পৃথিবী শাও ও মানজোট কালরা। ব্যক্তিগত ২৯ রানে বিদায় নেন অধিনায়ক পৃথিবী। তিন নম্বরে নামা ইনফর্ম শুবমান গিল ৩১ বরে আউট হন। তবে উইকেটে অবিচল থাকেন কালরা। দলের জয়ে শেষ পর্যন্ত ভূমিকা রেখে সেঞ্চুরি তুলে অপরাজিত থাকেন তিনি। ১০২ বলে ৮টি চার ও ৩টি ছক্কায় ১০১ করেন তিনি। উইকেটরক্ষক-ব্যাটসম্যান হারভিক দেসাই ৪৭ রানে অপরাজিত থাকেন।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে সুবিধে করতে পারেনি তিনবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ভারতীয় তরুণদের তোপে জোনাথন মারলো ছাড়া আর কেউই হাফসেঞ্চুরির দেখা পাননি। মারলো ১০২ বলে ৬টি চারের সাহায্যে ৭৬ করেন। ভারতের হয়ে দুটি করে উইকেট তুলে নেন ইশান্ত পোরেল, শিভা সিং, কামলেশ নাগারকোটি ও অনুকুল রায়। আর শিভাম মাভি পেয়েছেন একটি উইকেট।
