পাবনা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়াকে বলবো খেলা হবে মাঠে ইনশাল্লাহ ডিসেম্বর মাসে। ফাইনাল খেলা হবে। যদি সাহস থাকে মাঠে আসুন। আমরা খেলবো মাঠে নৌকার প্রতীক নিয়ে। রেফারী থাকবে এই ইলেকশন কমিশনার। সে খেলায় ফাউল দয়া করে আর করবেন না। মাঠ ছেড়ে পালালে ভবিষ্যতে বিএনপিকে বাটি চালান দিলেও আর খুজে পাওয়া যাবে না।
গত শুক্রবার রাতে পাবনার (সুজানগর-বেড়া আংশিক) ২ নির্বাচনী এলাকার ধোপাখোলা উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি উপরোক্ত এ কথাগুলো বলেন ।
এর আগে সন্ধ্যায় যেখানে তিনি বাংলার হাজার বছরের ইতিহাস সমৃদ্ধ ‘শেকড় থেকে শিখরে বঙ্গবন্ধু মুরাল এর উদ্বোধন করেন এবং অবিভূত হন। সেখানে তিনি বলেন, আমার জীবনে এত সুন্দর ও ইতিহাস সমৃদ্ধ মুরাল আগে কখনো দেখিনি । দেখে যেন মনে হচ্ছে , হাজার বছরের বাঙালীর শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধুশেখ মুজিব জীবন্ত চেয়ে আছেন ।
তিনি বলছেন , আমরা যেন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বাংলার উন্নয়নের ধারা আর ইতিহাস কে রক্ষা করি।
তিনি রসিকতার সূরে বলেন , ‘শেকড় থেকে শিখরে’ বঙ্গবন্ধু এই মুরাল দেখে আমারও ইচ্ছা করছে আমি এটা তুলে নিয়ে আমার কাজীপুরে নিয়ে যাই কিন্তুু নগর বাড়ি ও যে আমার এলাকা।
উপজেলা আওয়ামী লীগের ভারপাপ্ত সভাপতি শাহাজান আলীর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পাবনা-২ আসনের সাংসদ খন্দকার আজিজুল হক আরজু, পাবনা-৫ আসনের সাংসদ গোলাম ফারুক পিন্স, সুজানগর পৌর মেয়র আব্দুল ওহাব প্রমুখ।
