খালেদার রায়: চট্টগ্রামের ৬ স্পটে অবস্থান নেবে বিএনপি

চট্টগ্রাম: ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় প্রদান করবেন আদালত। মামলায় দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাজা হলে চূড়ান্ত আন্দোলনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি। ওইদিন চট্টগ্রাম নগরীর ৬টি স্পটে অবস্থান নেবে বিএনপির নেতাকর্মীরা। নেতাকর্মীদের এদিন রাজপথে শান্তিপূর্ণ অবস্থান নিতে দলের হাইকমান্ড থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে মামলার রায়কে সামনে রেখে হঠাৎ পুলিশি গ্রেফতার অভিযানে শীর্ষ ও মাঠপর্যায়ের নেতাদের মধ্যে আতংক সৃষ্টি হয়েছে। গ্রেফতার অভিযান শুরু হওয়ার পর ৮ ফেব্রুয়ারিকে সামনে রেখে কৌশল পাল্টে মাঠে থাকার প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, রায়ের দিন নেতাকর্মীকে রাজপথে নামার নির্দেশ দিয়েছে দলের হাইকমান্ড। রায় বিরুদ্ধে গেলে রাজপথে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতির মাধ্যমে এর প্রতিবাদ জানানো হবে। প্রতিটি নেতাকর্মী যাতে ওইদিন রাজপথে থাকে সে ব্যাপারে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।

সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে নগরীর ৬টি স্পটে দলের নেতাকর্মীরা অবস্থান নেবেন বলে জানান ডা. শাহাদাত।